বালিয়াটীতে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ২১ মে:

জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বালিয়াটী ইউনিয়ন পরিষদ চত্তরে ১৮০ জন দুস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও নগদ ২ শত টাকা বিতরণ উদ্ধোধন করেন বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।

আরও পড়ুন: সাটুরিয়ায় করোনা উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

এসময় সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মুনির হোসেন, ইউপি সচিব মো. হানিফ আলীসহ ইউপি সদস্য, সদস্যগণ উপস্থিত ছিলেন।

বালিয়াটী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা সংকটে আপানাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। শুধু চাল নয়, এই ঈদে তিনি ৫৯৫ জন পরিবারকে আড়াই হাজার টাকা ইতিমধ্যে ডিজিটাল পদ্বতিদে পাঠিয়েছেন। আপনারা হতাশ হবেন না। সরকারী আদেশ মেনে চলুন। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ মে ২০২০।

আরো পড়ুুন