ঈদ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক বিধবা নারীকে ঘর উপহার দিল রাবেয়া ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার সকালে উপজেলার বরাইদ ইউনিয়নের উত্তর সাভার গ্রামের ঘর বিহীন শরিফন বেগম (৫০) কে আনুষ্ঠানিকভাবে একটি চৌচালা ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয় ।
সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারমান মো. আবুল বাশার মাষ্টার ও সংগঠনটির সদস্য রতœ খান বিধবা নারীর হাতে ঘরের চাবি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন রাবেয়া ফাউন্ডেশনের সদস্য হুমায়ন খান, বাদল, নুরুল ইসলাম, রুবেল খান, রাসেল খান এবং রকি খান।
রত্ন খান বলেন এ রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম খান মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা বিভিন্ন গ্রামে দেড় শতাধিক ঘরহীন মানুষকে বিনা মূল্যে ঘর তৈরি করে দিয়েছেন। এছাড়া রোজার আগে ৬ শতাধিক মানুষকে ২৮ কেজি ওজনের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ মে ২০২০।