মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় হাসিবুর রহমান(৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঢাকায় মৃত্যু হয়েছে। সে এক সপ্তাহ ধরে ঠান্ডা ও জ¦রে ভোগছিলেন। বৃহস্পতিবার ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মৃত ব্যাংক কর্মকর্তা হাসিবুর রহমান উপজেলার বালিয়াটী পশ্চিম চালা গ্রামের মৃত আবুল বাশারের পুত্র।
মৃত ব্যাক্তির বড় ভাই এস, এম, হাবিবুর রহমান বলেন, হাসিবুর রহমান জনতা ব্যাংক লিমিটেড এর মতিঝিল শাখার লোকাল অফিসের কর্মকর্তা (প্রশাসন) হিসেবে কর্মরত ছিল। সে এক সপ্তাহ ধরে ঠান্ডা ও জ¦রে ভোগছিল। গতকাল বুধবারও সে অফিস করেছে। বৃহস্পতিবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। করোনা রোগে আক্রান্ত ছিল কিনা তার নমুনা নিয়েছে হাসপাতাল কৃর্তৃপক্ষ। রিপোর্ট হাতে পেলেই তার মরদেহ নিজ বাড়ি সাটুরিয়ায় নিয়ে আসা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহসস্পতিবার দুপুর ১. ১৫ মিনিট পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, এমন খবর পেয়ে আমি মৃত ব্যাক্তির বাড়ি পরিদর্শন করেছি। মরদেহ বাড়ি নিয়ে আসলে সরকারি আইন মেনেই দাফন সম্পন্ন করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ মে ২০২০।