মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ মে: মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

মানিকগঞ্জ শহারের আরিফ গ্যালারিকে বিভিন্ন পণ্যে অধিক মূল্যের ট্যাগ বসিয়ে বিক্রির অভিযোগে ৫০ হাজার এবং  সাটুরিয়া উপজেলার রাইজিং গ্রুপ ফ্যাক্টরীর ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা-বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তাকে সহযোগীতা করেন সাটুরিয়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্ণা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানিকগঞ্জের সদস্যরা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ মে ২০১৯।
আরও পড়ুন:

মানিকগঞ্জে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

আরো পড়ুুন