সাটুরিয়া প্রতিনিধি, ১ জুন: জেলার সাটুরিয়ায় উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার বাজারে এক দোকানে হামলা চালিয়ে এক ব্যাবসায়ীকে মারধরের ঘটনায় পিতা – পুত্রকে বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ।
সাটুরিয়া থানা পুলিশ শনিবার দুপুরে আসামীদের কোর্টে পাঠিয়েছে ।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার মিঞা নিশ্চিত করেছেন।
আহত ব্যাবসায়ীর ভাই মো. আবু নাইম বলেন, সাভার গ্রামের মৃত আইনুদ্দিনের পুত্র মো. আব্দুল বেপারী (৫৫) বিএনপির নাশকতার মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়ে জেল খেটে ৩০ মে জামিনে আসেন। এর পর দিন শুক্রবার সকাল ৭ টার দিকে আব্দুল বেপারী ও তার পুত্র সেলিম রেজা (৩২) আমার ভাই মো. শহিদুল ইসলাম (৩২) দোকানে এসেই অতর্কিত হামলা চালায়। তাকে কিল ঘুষি মেরে ফেলে দেয়। এসময় দোকন ভাংচুর করে ক্যাশ থেকে নগদ টাকাও ছিনিয়ে নেয়। শহিদুলের চিৎকারে ছোট বোন নার্গিস আক্তার এগিয়ে আসলে তাকেও লাঞ্চিত করে। পরে গ্রামবাসী আসলে পিতা- পুত্র পালিয়ে যায়।
নার্গিস আক্তারকে এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর শহিদুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার এলাকাবাসী জানায়, শহিদুল এর আগেও একাধিক মারা- মারির ঘটনার সাথে জড়িত। সেলিম রেজার পিতা আব্দুল বেপারীর ধারনা তাকে গ্রেপ্তারের দিন তার অবস্থানের বিষয়টি ব্যাবসায়ী শহিদুল ইসলাম পুলিশকে জানায়। তা না হলে সেদিন সে গ্রেপ্তার হত না। এই ক্ষোভে থেকেই শহিদুলের দোকান ও তার উপর হামলা চালায়।
এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার মিঞা শনিবার বিকাল ৩ টার দিকে বলেন, শুক্রবার সকালেই এ ব্যাপারে লিখিত অভিযোগ পাই। বিষয়টি তদন্ত করে ঐ রাতেই আসমাী আব্দুল বেপারী ও সেলিম রেজাকে গ্রেপ্তার করি। আইনি পক্রিয়া শেষে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ জুন ২০১৯।