মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটির জেলা শাখা।
জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আ ফ ম নূরতাজ আলম বাহার, মোতালেব হোসেন, তোজাম্মেল হক তোজা, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ হারেজ, সাবেক যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আব্দুল আলীম মনোয়ার, যুবনেতা তুহিনুর রহমান তুহিন, সরকারী দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট বজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে যোগদান করেন জেলা বিএনপি, যুবদল, পেশাজীবীদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ মে ২০১৯।
আরও পড়ুন: