মানিকগঞ্জে কৃষক দলের স্বারক লিপি

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ মে: জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ শাখার উদ্যোগে ধানের ন্যায্য মূল্যে ধান ক্রয় করতে মানিকগঞ্জ জেলা প্রশাষনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বাবুল মিয়ার  হাতে এ স্বারক লিপি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান, সহ সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মো. জামিল উদ্দিন আহম্মেদ, কৃষক দলের নেতা বাবুল, রাজিব হোসেন, মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট মিলন প্রমুখ।

তাছাড়া বিভিন্ন উপজেলা কৃষকদলের ছিনিয়র নেতারা এতে অংশ গ্রহণ করে।

কৃসক দলের স্বারক লিপিতে উল্লেখ করেন, সরকার ঘোষিত ১০৪০ টাকায় কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কোন কোন জেলায় চাতাল মালিক ও বিভিন্ন দালালদের মাধ্যমে সরকারী ভাবে ধান ক্রয় করছে। তাই সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করে কৃষকদের পাশে থাকার আহবান জানান।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ মে ২০১৯।

আরো পড়ুুন