সিংগাইর প্রতিনিধি: সিংগাইরের ধল্লা ইউনিয়নের ধলেশ্বরী নদীর ফোর্ডনগর এলাকা থেকে মঙ্গলবার রাতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ধল্লা-ফোর্ডনগর পুলিশ বক্সের ইনচার্জ এসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফোর্ডনগর গ্রামের হাসান খানের বাড়ির পাশে ধলেশ্বরীতে এক মরদেহ দেখে খবর দেন।
পরে আমি ফোর্স নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয়ে ভাসমান যুবকের মরহেদ উদ্ধার করে সিংগাইর থানায় হস্তান্তর করি।
নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। গায়ে লুঙ্গি পড়া মরদেহটি পচে গেছে। ধারনা করা হচ্ছে ৪-৫ দিন আগে লোকটি মারা গেছে।
সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, মরদেহটি ধল্লা-ফোর্ডনগর পুলিশ বক্স থেকে নিয়ে মানিকগঞ্জ সদর হসপিটালে ময়না তদন্ত করার জন্য পাঠানোর পক্রিয়া চলছ। এ ব্যাপারে সিংগাইর থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ সেপ্টেম্বর/ ২০১৭।