সিংগাইরে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

সিংগাইর প্রতিনিধি: সরকারের অর্জিত সফলতা, উন্নয়ন ভাবনা ও সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত প্রেস ব্রিফিং বুধবার দুপুরে সিংগাইর উপজেলা মিলনায়তনে   স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মুসা তালুকদার।

এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিংগাইর উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ যুবায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, নবাগত সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমান ও জেলা সহকারি তথ্য অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।

লিখিত বক্তব্যে জেলা তথ্য অফিসার মোঃ মুসা তালুকদার বলেন, বর্তমান সরকারের অর্জিত সাফল্য তুলে ধরে বলেন, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ান, নারী-শিশু উন্নয়ন, আত্মকর্মসংস্থান, ঘরে ঘরে বিদ্যুৎ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সন্ত্রাস জঙ্গিবাদ দমন ও তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশ আশাতীত সাফল্য অর্জন করেছে।

প্রেস ব্রিফিংয়ে সিংগাইর প্রেসক্লাব  সভাপতি মোঃ কোহিনূর ইসলাম রাব্বি ও সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ্ সহ বিভিন্ন জাতীয় দৈনিকের ১২ জন স্থানায় সাংবাদিক অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন