সিংগাইর প্রতিনিধিঃ সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের আনন্দ বাজার প্রগতি মডেল একাডেমির পঞ্চম শ্রেনীর মেধাবী ছাত্রী সুমি আক্তার (১১) গোসল করতে গিয়ে শুক্রবার দুপুরে পানিতে ডুবে নিখোঁজ রয়েছে।
সে মোসলেমাবাদ গ্রামের প্রবাসী নুরুল হকের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায় , শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে মা রাজিয়া খাতুনের সাথে পার্শ্ববর্তী খালে গোসল করতে যায় সুমি। খালের ওপারে সহপাঠি ফাহিমাও সে সময় গোসল করতে আসে। প্রায় ৭০ ফুট প্রসস্ত খাল সাতরিয়ে সহপাঠির কাছে যায় সুমি।
এরপর দু’জনে আবার ফেরার পথে মধ্য খালে তিব্র স্রোতে কচুঁরি পানার ভেতর ঢুকে যায় সে। এলাকাবাসী অনেক খোঁজাখুজি করে না পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে বিকেলে তারা ঘটনাস্থানে আসে।
এ ঘটনায় ওই পরিবার ও এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৯ টায় সুমিকে জীবত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করতে করা সম্ভব হয়নি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ আগস্ট/ ২০১৭।