৩ শতাধিক বানভাসী মানুষের পাশে দাঁড়াল সাটুরিয়া ফার্স্ট গ্রুপ

সাটুরিয়া
প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার টি ইউনিয়নের 
শতাধিক বানভাসীর পাশে দাঁড়াল সাটুরিয়া ফার্স্ট গ্রুপ উপজেলার
তিল্লি, দিঘুলিয়া বরাইদ ইউনিয়নের
বিভিন্ন প্রত্যন্ত চরাঞ্চলের বন্যায়
আক্রান্তদের মাঝে  চাল,
ডাল শুকনা খাবার
তুলে দেওয়া হয়
ব্যতিক্রমী অলাভজনক
প্রতিষ্ঠান সাটুরিয়া ফার্স্ট গ্রুপের প্রতিষ্ঠাতা . রফিকুল ইসলাম খাঁনের অর্থায়নে গ্রুপের সদস্যরা শুক্রবার সকাল থেকে ট্রলারযোগে বাড়ি বাড়ি গিয়ে
বন্যায় আক্রান্ত দুস্থ পরিবারের মাঝে
ত্রাণ সামগ্রী বিতরণ
করে
ত্রাণ বিতরণের সমন্বয়ক  সাটুরিয়া ফার্স্ট গ্রুপের সদস্য রতন খাঁন
জানান, প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি
চাউল, ১৫ লিটার পানি,
কেজি চিনি,
কেজি ডাউল, কেজি
লবন, 
কেজি পিঁয়াজ,  ১০
প্যাকেট স্যালাইন   লিটার তেল দেওয়া হয়

রতন খান ত্রান বিতরণের
সময় আরো বলেন, সাটুরিয়া
ফার্স্ট গ্রুপের প্রতিষ্ঠাতা . রফিকুল ইসলাম
খাঁন চলতি বন্যায় শোক দিবস উপলক্ষে শতাধিক পরিবারের
মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
করেছেন 
শুক্রবার সকাল থেকে আবার ৩ শতাধিক বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে
বন্যার ফলে যাদের বাড়ি
ঘর নষ্ট হয়ে গেছে
সাটুরিয়া ফার্স্ট গ্রুপ তাদের পাশে  থাকবে 
বন্যায় কৃষকদের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে ,  এর
পর কৃষকদের
নিয়েও আমাদের
কর্মসূচি হাতে নেওয়া হবে
শুক্রবার
দিনভর ত্রাণ বিতরণ
কার্যক্রমে অংশ নেন সাটুরিয়া
ফার্স্ট গ্রুপের অন্তত ২০ সদস্য
মানিকগঞ্জ
২৪/  হা.ফ/
২৫ আগস্ট/ ২০১৭
আরো পড়ুুন