সিংগাইর
প্রতিনিধি: বাংলা টিভি ও আকতার
গ্রুপ এর চেয়ারম্যান এবং
সিংগাইর ফোর্ডনগর ডেভেলপমেন্ট সোসাইটির সেক্রেটারী জেনারেল কে, এম আকতারুজ্জামান
বলেছেন, শুধু সিংগাইর ফোর্ডনগর
এর উন্নয়ন নয় সিংগাইরের
যে কোন উন্নয়েন আকতার
গ্রুপ পাশে থাকবে।
প্রতিনিধি: বাংলা টিভি ও আকতার
গ্রুপ এর চেয়ারম্যান এবং
সিংগাইর ফোর্ডনগর ডেভেলপমেন্ট সোসাইটির সেক্রেটারী জেনারেল কে, এম আকতারুজ্জামান
বলেছেন, শুধু সিংগাইর ফোর্ডনগর
এর উন্নয়ন নয় সিংগাইরের
যে কোন উন্নয়েন আকতার
গ্রুপ পাশে থাকবে।
তিনি
শনিবার দুপর ২ টায়
আকতার ফার্নিচার ফ্যাক্টরির হলরুমে সিংগাইর ফোর্ডনগর
ডেভেলপমেন্ট এর আয়োজীত এক
আলোচনা সভায় আরো বলেন,
এলাকার
রাস্তা ঘাটসহ সিংগাইরের যে
কোন সমস্যায় আমি কাজ করে
যাব।
শনিবার দুপর ২ টায়
আকতার ফার্নিচার ফ্যাক্টরির হলরুমে সিংগাইর ফোর্ডনগর
ডেভেলপমেন্ট এর আয়োজীত এক
আলোচনা সভায় আরো বলেন,
এলাকার
রাস্তা ঘাটসহ সিংগাইরের যে
কোন সমস্যায় আমি কাজ করে
যাব।
জেলার
সিংগাইর উপজেলায় ফোর্ডনগর এর অবস্থিত শিল্প
কারখানার উন্নয়নে হেমায়েতুপর– সিংগাইর রাস্তায় শহীদ রফিক সেতুর
টোল মুক্ত করা প্রসঙ্গে
এ আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
সিংগাইর উপজেলায় ফোর্ডনগর এর অবস্থিত শিল্প
কারখানার উন্নয়নে হেমায়েতুপর– সিংগাইর রাস্তায় শহীদ রফিক সেতুর
টোল মুক্ত করা প্রসঙ্গে
এ আলোচনা সভা অনুষ্ঠিত
হয়।
সিংগাইর
ফোর্ডগর ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি গোলাম সরোয়ার
মিলনের সভাপতিত্তে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন
সিংগাইর প্রেস ক্লাবের সভাপতি
মাসুম বাদশা, সিংগাইর
ইত্তেফাক প্রতিনিধি মানবেন্দু চক্রবর্তী, বাংলা টিভির সাভার প্রতিনিধি জাবেদ মোস্তফা,
বাংলা
টিভির ভাইস চেয়ারম্যান মো:
মনিরুল ইসলাম, সাভার উপজেলা
পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়াম্যান ফকরুল
ইসলাম সমর, সিংগাইর উপজেলা
চেয়ারম্যান আবিদু রহমান খান
রোমান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান
আবুল খায়ের লিটু প্রমুখ।
ফোর্ডগর ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি গোলাম সরোয়ার
মিলনের সভাপতিত্তে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন
সিংগাইর প্রেস ক্লাবের সভাপতি
মাসুম বাদশা, সিংগাইর
ইত্তেফাক প্রতিনিধি মানবেন্দু চক্রবর্তী, বাংলা টিভির সাভার প্রতিনিধি জাবেদ মোস্তফা,
বাংলা
টিভির ভাইস চেয়ারম্যান মো:
মনিরুল ইসলাম, সাভার উপজেলা
পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়াম্যান ফকরুল
ইসলাম সমর, সিংগাইর উপজেলা
চেয়ারম্যান আবিদু রহমান খান
রোমান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান
আবুল খায়ের লিটু প্রমুখ।
বক্তারা
বলেন সিংগাইরের শহীদ রফিক সেতুর টোল মুক্ত, ফোর্ডনগরে পুলিশ চেকপোষ্ট হতে বেঙ্গল কার্পেট
মিল পযন্ত রাস্তা উন্নয়নের দাবী জানান।
বলেন সিংগাইরের শহীদ রফিক সেতুর টোল মুক্ত, ফোর্ডনগরে পুলিশ চেকপোষ্ট হতে বেঙ্গল কার্পেট
মিল পযন্ত রাস্তা উন্নয়নের দাবী জানান।
আলোচনা
সভায় শিল্প কারখানার মালিক,
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি ও
সাংবাদিকরা অংশ গ্রহণ করে।
সভায় শিল্প কারখানার মালিক,
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি ও
সাংবাদিকরা অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ২৬ আগস্ট/ ২০১৭।
হা.ফ/ ২৬ আগস্ট/ ২০১৭।