মানিকগঞ্জে তিন ডাকাতের হাতে ফুল দিলেন পুলিশ সুপার




মানিকগঞ্জ২৪
প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়
উপজেলার আলোকদিয়া চরের দুর্ধর্ষ ৩ ডাকাতের হাতে ফুলের তোড়া দিলেন
মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান।
চুরি,
ডাকাতি, রাহাজানিসহ বিভিন্ন অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ৩ ডাকাতকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। ডাকাতদের পক্ষ থেকেও তাদের গ্রামের মুরুব্বিরা পুলিশ সুপারকে ফুল
দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের আইনি সহায়তার জন্য। 

মানিকগঞ্জের
শিবালয়ের আলোকদিয়া চরের ৩ ডাকাত মঙ্গলবার ‍দুপুরে পুলিশ সুপারের নিকট আনুষ্ঠানিকভাবে
আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী
ডাকাতরা
 হলেন,  শিবালয়ের আলোকদিয়া
খাসপাড়া এলাকার
সালাম
বোচরার
ছেলে
জাইদ
হোসেন
(
৩২),
আলোকদিয়া সহিমুদ্দিন পাড়ার
সনতেস
শেখের
ছেলে
আশ্রব আলী
(
৪২)
এবং
আলোকদিয়া বাতেনপাড়া এলাকার
বাবু
শেখের
ছেলে
নুর
জামাল
(
৩২)

উপলক্ষে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

পরে
সংবাদ
সম্মেলনে পুলিশ
সুপার
মাহফুজুর রহমান
জানান,
৬ মাস ধরে আলোক দিয়া চরে কাজ করে অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে
স্বাভাবিক জীবনে
ফিরে
আসার
আহবান করা হয়। আজকে মানিকগঞ্জ পৌরসভার ৬নং
ওয়ার্ড
কমিশনার সুভাষ
সরকারের  মাধ্যমে এ ৩ ডাকাত আত্মসমর্পণ করে।

সময় তিনি হুশিঁয়ারী উচ্চারণ করে বলেন, ঐ চরের আরো কয়েকজন ডাকাত সর্দার আমার ডাকে
সারা দেন নি। তাদের যে কোন মূল্যে আগামীতে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাই তিনি
আরো বলেন এখনও সময় আছে আপনারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আপনাদের
পথ এখনও খোলা আছে।
মানিকগঞ্জ২৪/
হা.ফ./ ৮ আগস্ট/ ২০১৭ ইং।
আরো পড়ুুন