মানিকগঞ্জের শিববাড়ি শ্মশানঘাট

আমার শহরের প্রিয় জায়গার একটি শিববাড়ি শ্মশানঘাট।

ঘাটলগ্ন টলমলে গভীর জলের
দিঘীর পাশে দাঁড়ালে মনটা যেমন প্রশান্ত হয়,তেমনি বিষন্ন স্মৃতিকাতরতা চেপে
ধরে।

কত চেনা মানুষ,বন্ধু,স্বজনের শেষ ঠিকানা এই শ্মশান। সবগুলো মুখ মনে পরে। কত কথা,কত স্মৃতিমাখা ক্ষণ ভেসে আসে শান্ত বাতাসে।

ছবি ও লেখা সাইফুদ্দিন আহম্মেদ  নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া ।
মানিকগঞ্জ২৪/ ৮ আগস্ট/ ২০১৭ ইং।
আরো পড়ুুন