মানিকগঞ্জ২৪
প্রতিনিধি: আমার ধন- সম্পদ, টাকা-পয়সা যা আছে আমি
তা রাবেয়া ফাউন্ডেশনের নামে
লিখে দিয়েছি। যার অর্থ দিয়ে বাকী জীবন
আপনাদের সেবা করে যেতে
চাই। ২০
বছর ধরে সাটুরিয়ার হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন
সামাজিক ও উন্নয়নমূলক কাজ
করে যাচ্ছি বলে মন্তব্য
করেছেন সাটুরিয়া ফার্স্ট গ্রুপ ও রাবেয়া
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. রফিকুল ইসলাম খাঁন।
প্রতিনিধি: আমার ধন- সম্পদ, টাকা-পয়সা যা আছে আমি
তা রাবেয়া ফাউন্ডেশনের নামে
লিখে দিয়েছি। যার অর্থ দিয়ে বাকী জীবন
আপনাদের সেবা করে যেতে
চাই। ২০
বছর ধরে সাটুরিয়ার হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন
সামাজিক ও উন্নয়নমূলক কাজ
করে যাচ্ছি বলে মন্তব্য
করেছেন সাটুরিয়া ফার্স্ট গ্রুপ ও রাবেয়া
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. রফিকুল ইসলাম খাঁন।
তিনি বুধবার জাতীর জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে
মানিকগঞ্জের সাটুরিয়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারে মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে এসব
কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে
মানিকগঞ্জের সাটুরিয়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারে মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে এসব
কথা বলেন।
এ সময় ড. রফিকুল
ইসলাম খাঁন আরো বলেন, এ
পর্যন্ত ৮০টি গৃহহীন পরিবারকে থাকার
সেমি পাকা ঘর নির্মাণ,
১৫ বছর ধরে একজন
পুরুষ কে প্রতিবছর হজ্বে পাঠাচ্ছি, “মাদক ছাড়, খেলা ধর”
এই শ্লোগানে সাটুরিয়া মানিকগঞ্জের ৮০ ক্রীড়া সংগঠনকে
ক্রীড়াসামগ্রী প্রদান করেছি।
ইসলাম খাঁন আরো বলেন, এ
পর্যন্ত ৮০টি গৃহহীন পরিবারকে থাকার
সেমি পাকা ঘর নির্মাণ,
১৫ বছর ধরে একজন
পুরুষ কে প্রতিবছর হজ্বে পাঠাচ্ছি, “মাদক ছাড়, খেলা ধর”
এই শ্লোগানে সাটুরিয়া মানিকগঞ্জের ৮০ ক্রীড়া সংগঠনকে
ক্রীড়াসামগ্রী প্রদান করেছি।
আমেরিকাপ্রবাসী
ড. রফিকুল ইসলাম খাঁন আরো
বলেন, আমি কয়েক মাস
পর আবার দেশে ফিরে
আসব। তখন
প্রতিটি বিদ্যালয়ের একজন শিক্ষক কে
মাদক প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ দিব। সাটুরিয়ায়
যে ভাবে মাদক সেবন
বৃদ্ধি পাচ্ছে , তা আমাদের যুব
সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই
আমরা যুব সমাজ কে
মাদকের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব।
ড. রফিকুল ইসলাম খাঁন আরো
বলেন, আমি কয়েক মাস
পর আবার দেশে ফিরে
আসব। তখন
প্রতিটি বিদ্যালয়ের একজন শিক্ষক কে
মাদক প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ দিব। সাটুরিয়ায়
যে ভাবে মাদক সেবন
বৃদ্ধি পাচ্ছে , তা আমাদের যুব
সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই
আমরা যুব সমাজ কে
মাদকের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব।
রাবেয়া
ফাউন্ডেশন এর অর্থায়নে প্রতিষ্ঠিত সামাজিক
যোগাযোগ মাধ্যম “সাটুরিয়া ফার্স্ট গ্রুপ” বুধবার সকাল থেকে
দিনভর বন্যায় ক্ষতি গ্রস্ত
শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম বাস্তবায়ন
করে।
ফাউন্ডেশন এর অর্থায়নে প্রতিষ্ঠিত সামাজিক
যোগাযোগ মাধ্যম “সাটুরিয়া ফার্স্ট গ্রুপ” বুধবার সকাল থেকে
দিনভর বন্যায় ক্ষতি গ্রস্ত
শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম বাস্তবায়ন
করে।
এ উপলক্ষে এক আলোচনা সভা
দিঘুলীয়ার ছনকা গ্রামে অনুষ্ঠিত
হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে ত্রাণ কার্যক্রম উদ্ধোধন
করেন “সাটুরিয়া ফার্স্ট গ্রুপ” ও “রাবেয়া
ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা ড. রফিকুল ইসলাম।
দিঘুলীয়ার ছনকা গ্রামে অনুষ্ঠিত
হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে ত্রাণ কার্যক্রম উদ্ধোধন
করেন “সাটুরিয়া ফার্স্ট গ্রুপ” ও “রাবেয়া
ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা ড. রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
বরাইদ ই্উনিয়ন চেয়ারম্যান মোঃ হারুন – অর
রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগ
সভাপতি মোঃ মাহমুদ আলী,
ইউপি সদস্য বিলকিস বেগম প্রমুখ।
বরাইদ ই্উনিয়ন চেয়ারম্যান মোঃ হারুন – অর
রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগ
সভাপতি মোঃ মাহমুদ আলী,
ইউপি সদস্য বিলকিস বেগম প্রমুখ।
শতাধিক
পরিবারের প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাউল,
২ কেজি ডাউল, ৫
কেজি আলো ও ১
কেজি তেল দেওয়া হয়।
পরিবারের প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাউল,
২ কেজি ডাউল, ৫
কেজি আলো ও ১
কেজি তেল দেওয়া হয়।
মানিকগঞ্জ২৪/
হা.ফ./ ৯ আগস্ট/
২০১৭ ইং।
হা.ফ./ ৯ আগস্ট/
২০১৭ ইং।