শিবালয়ে বিএনপির ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শিবালয়
প্রতিনিধি: জেলার  শিবালয়
উপজেলা বিএনপি বন্যায় আক্রান্ত শতাধিক
পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
করেছে বুধবার
বিকালে  উপজেলার
শিবালয়, উলাইল, তেওতা এবং
আরুয়া ইউনিয়নের ত্রাণসামগ্রী
বিতরণ করা হয়
ত্রাণ
বিতরণ করার সময় উপস্থিত
ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নাহ
কবির, জেলা বিএনপির সিনিয়র
সহ সভাপতি মোখছেদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী
রায়হান উদ্দিন টুকু,  সহসভাপতি আব্দুল
বাতেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা, সাটুরিয়া
উপজেলা চেয়ারম্যান 
বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন ঠান্ডু
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান
রিতার সার্বিক তত্ত্বাবধানে শিবালয় উপজেলা
বিএনপির ব্যবস্থাপনায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়
মানিকগঞ্জ২৪/
হা./ ৩০ আগস্ট/
২০১৭
আরো পড়ুুন