ঈদ কি খালি বাসআলা গো

শিবালয়
প্রতিনিধি: ঈদ কি খালি বাসআলা গ, আমরা ট্রাক চালাই দেইকা আমগো নাই। ১৬ ঘন্টা ধরে পাটুরিয়া ঘাটে ট্রাকে জিনিস নিয়া আটকাইয়া রাখছে স্যারেরা। খালি বাস যাইবা নাগছে আমগো যাইবার দেয় না
ক্যা। ঈদ কি আমার বাইতে গিয়া করুম না ঘাটেই করুম। যশোরগামী ট্রাক চালক জসিম এভাবেই
ক্ষোভের সংগে বলছিলেন।
জসিম
যশোর থেকে চট্টগ্রাম গিয়ে মালামাল নামিয়ে দিয়ে আবার যশোর যাচ্ছেন ।কিন্ত তিনি পাটুরিয়া
টার্মিনালে ১৬ ঘন্টা ধরে আটকে আছেন। সিরিয়াল পাচ্ছেন না। তার সামনে দিয়ে বাস যাচ্ছে
কিন্তু ঈদের কারনে কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিত্তে যাত্রীবাহী বাস পারাপার করছেন।

পাটুরিয়ায়
বুধবার সকাল থেকেই পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দিয়ে যাত্রীবাহী বাস পারাপার করছেন।
বুধবার বিকালে পাটুরিয়ার দুই টার্মিনাল ট্রাক দিয়ে ভরে যাওয়ায় পুলিশ এখন ঢাকা থেকে দক্ষিনাঞ্চলগামী ট্রাক  আর.সি.এল. মোড়ে
আরিচা মহাসড়কে আটকে দিচ্ছে।
পাটুরিয়া
ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো: জিল্লুর রহমান জানান, প্রতি ঈদ এবং
অন্যান্য উৎসবে যানবাহনের সংখ্যা বেড়ে গেলে আমরা পণ্যবাহী ট্রাক বাদ দিয়ে অগ্রাধিকার
ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করে থাকি। বুধবার বিকাল পর্যন্ত পাটুরিয়া ফেরি ঘাটে
৩ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
পাটুরিয়া
ফেরিঘাটের ম্যানেজার তানভীর হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৯টি ফেরি চলাচল করছে।
কিন্ত নদীতে তীব্র স্রোতের কারনে  ফেরি পারাপারে অতিরিক্ত সময় লাগছে। তাই
ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের সংখ্যা বেশী।

ট্রাক
চালক রমিজ জানান, চিটাগাং থেকে রড নিয়ে মেহেরপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। পাটুরিয়া
ঘাটে এসে ১৬ ঘন্টা ধরে আটকে আছেন। টিকিট  পেয়েছি
কিন্তু কখন ফেরিতে উঠব তা বলতে পারছি না। তবে কর্তৃপক্ষ কয়েক ঘন্টা আগে ফেরি ধোয়ামোছা
করছে। এখন আবার পরিবহন বেড়ে গেছে, ফেরি চলছে, আর আমাদের আটকে রেখেছে।
ঢাকা
থেকে থান কাপর নিয়ে যশোর যাচ্ছেন  ট্রাক চালক
আলিম, কিন্ত তাকে পাটুরিয়ায় টার্মিনালে আটকে রেখেছেন। তার এ ট্রাক বুধবার সকালে গিয়ে
পৌছানোর কথা কিন্তু সে কিবাবে পেছাবে তা বলা যাচ্ছে না।
ট্রাক
চালক রহিম মিয়া যশোর থেকে গাবতলী গিয়ে গরু লোড করে পাটুরিয়ায় আটকে আছেন। তার আরেকটি
ট্রিপের অগ্রিম টাকা নেওয়া আছে। কিন্তু সে সময় মত যেতে না পারায় মহাজন তার টাকা ফেরত
চাচ্ছে।  
বুধবার
রাত  সাড়ে ৯ টায় দিকে পাটুরিয়া ফেরি ঘাটের ম্যানেজার
তানভীর হোসেন জানান,ঘাটে ২ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তিনি আরো জানান, পুলিশ
প্রশাসনের সাথে কথা বলে রাতে বাসের সংখ্যা কমে গেলে অল্প করে ট্রাক ছেড়ে দেওয়া হবে।
অপরদিকে, একাধিক ট্রাক চালকদের সাথে মোবাইলে কথা বললে তারা জানান, শুধু পাটুরিয়া টার্মিনালেই
৩ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৩০ আগস্ট/ ২০১৭।
আরো পড়ুুন