মানিকগঞ্জে ১৯ জুয়াড়ি আটক

মানিকগঞ্জ২৪
 প্রতিনিধি:
মানিকগঞ্জে ১৯ জুয়াড়ি কে
আটক করেছে মানিকগঞ্জ সদর
থান পুলিশ পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান
পরিচালনা করে নগদ
হাজার শত ৩০
টাকাসহ আটক করে বৃহস্পতিবার
সকালে তাদের আদালতে পাঠিয়েছে
বিষয়টি
বৃহস্পতিবার দুপরে মানিকগঞ্জ পুলিশ
সুপারের বিশেষ শাখা থেকে
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে
নিশ্চিত করা হয়েছে
 
আটককৃত
জুয়াড়ীরা
হচ্ছে পৌরসভার দাশরা এলাকার গিয়াস
উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম
লিটন (৩৮), মৃত: তজুমদ্দিনের
পুত্র  জিন্নত
আলী (৪২), মৃত আওলাদের
পুত্র মাসুদ রানা (৩৮),
আব্দুল জব্বার এর পুত্র
মাহবুবুল আলম সুমন (৩৮),
আকরামের পুত্র মানিক (৩১),
অটল প্রমানিক এর পুত্র আনোয়ার
হোসেন আনু (৩৮), মৃত:
কৃষ্ রায়ের পুত্র মিঠু
রায় (৪০), মানরা এলাকার
মান্নানের পুত্র মোঃ লিটন
মিয়া (২৮),মৃত আব্দুল
লতিফের পুত্র তুহিন (৪৪),
আলী রোজার পুত্র আতিক
বাবু (৩৬), বেতিলা এলাকার
সামাদের পুত্র মোঃ আব্দুল
আওয়াল (৩৮), ঢাকুলী এলাকার
রিয়াজ উদ্দিনের পুত্র লিয়াকত আলী
(৪০),  জয়নগর
এলাকার হাকিমুদ্দিনের পুত্র আওয়াল (৪৫),
নওখন্ড এলাকার আব্দুর রশিদের
পুত্র মোঃ জসিম উদ্দিন
(৪০), জয়রা এরাকার মৃত
আতোয়ার রহমানের পুত্র মজিবর রহমান
(৪৫), পূর্ব দাশরা এলাকার
সিদ্দিকের পুত্র লাবলু মিয়া
(৩৮), মালঞ্চ গ্রামের আলাউদ্দিনের
পুত্র আলমগীর হোসেন (৪০),
নারাঙ্গাই এলাকার মোহাম্মদ আলীর
পুত্র সৈকত আজগর (৫০)
আটককৃতরে
বিরুদ্ধে আইনি পক্রিয়া শেষে
আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে
প্রেরণের পক্রিয়া চলছে বলেও সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ৩১ আগস্ট/ ২০১৭।
আরো পড়ুুন