মানিকগঞ্জ ২৪
প্রতিনিধি:
পাটুরিয়া – দৌলতদিয়ায় ফেরি ঘাটে বৃহস্পতিবার
সকাল থেকে যানবাহনের চাপ
না থাকলেও দুপুরের পর
থেকে চাপ বাড়ছে।
প্রতিনিধি:
পাটুরিয়া – দৌলতদিয়ায় ফেরি ঘাটে বৃহস্পতিবার
সকাল থেকে যানবাহনের চাপ
না থাকলেও দুপুরের পর
থেকে চাপ বাড়ছে।
অপরদিকে
নদীতে তীব্র স্রোত থাকাতে
ফেরি পারা পারে সময়
লাগার কারনে কিছুটা যানজট
লাগছে বলে স্বীকার করেছেন
দুই পারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
নদীতে তীব্র স্রোত থাকাতে
ফেরি পারা পারে সময়
লাগার কারনে কিছুটা যানজট
লাগছে বলে স্বীকার করেছেন
দুই পারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
পাটুরিয়ায়
দিনভর যানবহানের চাপ কম ছিল
কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত
যানবহানের দীর্ঘ সারী লক্ষ
করা যাচ্ছে।
দিনভর যানবহানের চাপ কম ছিল
কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত
যানবহানের দীর্ঘ সারী লক্ষ
করা যাচ্ছে।
অপরদিকে
অগ্রাধিকারের ভিত্তিতে যাত্রীবাহী বাস ফেরি পারা
পার করার কারনে বৃহস্পতিবার পাটরিয়ায় দুই টার্মিনালে ট্রাক
আটকে রাখা হয়েছে।
এতে ট্রাক চালকদের আর্থিক
ক্ষতির সম্মুক্ষিণ হচ্ছে।
অগ্রাধিকারের ভিত্তিতে যাত্রীবাহী বাস ফেরি পারা
পার করার কারনে বৃহস্পতিবার পাটরিয়ায় দুই টার্মিনালে ট্রাক
আটকে রাখা হয়েছে।
এতে ট্রাক চালকদের আর্থিক
ক্ষতির সম্মুক্ষিণ হচ্ছে।
পাটুরিয়া
ফেরি ঘাটের সহকারী মহা
ব্যাবস্থাপক ( বাণিজ্য) মোঃ জিল্লুর রহমান
জানান, নদীতে তীব্র স্রোত
থাকার কারনে ফেরি পারা
পারে অতিরিক্ত ৪০–৫০ মিনিট
সময় বেশী লাগার কারনে
পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহনের
সংখ্যা বাড়ছে।
ফেরি ঘাটের সহকারী মহা
ব্যাবস্থাপক ( বাণিজ্য) মোঃ জিল্লুর রহমান
জানান, নদীতে তীব্র স্রোত
থাকার কারনে ফেরি পারা
পারে অতিরিক্ত ৪০–৫০ মিনিট
সময় বেশী লাগার কারনে
পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহনের
সংখ্যা বাড়ছে।
বৃহস্পতিবার
বিকাল সাড়ে ৪ টার
দিকে পাটুরিয়া–
দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ী
ও ট্রাক মিলে ৪
শতাধিক যানবাহন ফেরি পারা পারের
অপেক্ষায় আছে।
বিকাল সাড়ে ৪ টার
দিকে পাটুরিয়া–
দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ী
ও ট্রাক মিলে ৪
শতাধিক যানবাহন ফেরি পারা পারের
অপেক্ষায় আছে।
অপরদিকে
ঢাকা আরিচা মহাসড়কেরর মানিকগঞ্জের
বিভিন্ন সড়কে দীর্ঘ সাড়ি
দেখা গেছে।
ঢাকা আরিচা মহাসড়কেরর মানিকগঞ্জের
বিভিন্ন সড়কে দীর্ঘ সাড়ি
দেখা গেছে।
দেশের
দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১
টি জেলার অন্যতম প্রবেশ
পথ পাটুরিয়া– দৌলতদিয়া ১৯টি ফেরি দিয়ে
যানবাহন পারা পার করা
হচ্ছে।
দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১
টি জেলার অন্যতম প্রবেশ
পথ পাটুরিয়া– দৌলতদিয়া ১৯টি ফেরি দিয়ে
যানবাহন পারা পার করা
হচ্ছে।
মানিকগঞ্জ
২৪/ হা.ফ/ ৩১ আগস্ট/ ২০১৭।
২৪/ হা.ফ/ ৩১ আগস্ট/ ২০১৭।