পাটুরিয়া- দৌলতদিয়ায় শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ


মোহাম্মদ হাসান
ফয়জী
: দেশের দক্ষিণপশ্চিম অঞ্চলের ২১
টি জেলার প্রবেশ পথ
পাটুরিয়ায়দৌলতদিয়ায় ফেরি ঘাটে শুক্রবার
সকাল থেকেই যানবাহনের চাপ
বাড়ছে
 
ঈদের আগের দিন শুক্রবার
ব্যক্তিগত গাড়ী, যাত্রীবাহী যানবহানের
সংখ্যা বেড়েই চলছে
মানিকগঞ্জ
ট্রাফিক ইন্সপেক্টর আবুল বাশার  জানান, শুক্রবার সকাল
থেকেই পাটুরিয়ায় যানবাহনের চাপ বাড়ছে
ঘাটে  ২শতাধিক
যাত্রীবাহী বাস দের
শতাধিক ব্যাক্তিগত গাড়ী ফেরি পারা
পারের অপেক্ষায় আছে
অপরদিকে
নদীতে তীব্র স্রোত থাকাতে
ফেরি পারা পারে সময়
লাগার কারনে কিছুটা যানজট
লাগছে বলে স্বীকার করেছেন
দুই পারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা

ঈদের আগের দিন
পণ্যবাহী  ট্রাক
ফেরি পারা পার বন্দ
করে দেওয়ায় আগের মতই
শতাধিক পণ্যবাহী ট্রাকও
আটকে আছে পাটুরিয়ায়
টার্মিনালে
পাটুরিয়া
ফেরি ঘাটের সহকারী মহা
ব্যাবস্থাপক ( বাণিজ্য) মোঃ জিল্লুর রহমান
জানান, 
নৌরুটে নদীতে ছোট বড়
মিলে ১৯টি ফেরি চলাচল
করছে 
তীব্র স্রোত থাকার কারনে
ফেরি পারা পারে অতিরিক্ত
৪০৫০ মিনিট সময়
বেশী লাগার কারনে শুক্রবারও
পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহনের
সংখ্যা বাড়ছে
বেলা বারার সাথে সাথে
পাটুরিয়ায় যানবাহনরে সংখ্যা বাড়লেও আমাদের
সব সামর্থ দিয়ে ঈদ
ঘরমুখো মানুষদের নিরাপদে ফেরি পারা পার
করা সম্বব বলেও জানান
বিআইডব্লিউটিসির কর্মকর্তা

শুক্রবার
ভোর থেকেই ঢাকা আরিচা
মহাসড়কেরর মানিকগঞ্জের বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীড়গতি লক্ষ করকার
মত শুক্রবার
সকাল সাড়ে টা
পর্যন্ত পাটুরিয়াদৌলতদিয়া
নৌরুটে সব মিলিয়ে সাড়ে
শতাধিক যানবাহন ফেরি
পারা পারের অপেক্ষায় আছে
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ১ সেপ্টেম্বর/ ২০১৭।
আরো পড়ুুন