মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:
মঙ্গলবার রাতে পাটুরিয়ায় ফেরি পারা পার স্বাভাবিক হলেও দৌলতদিয়ায় যানবাহানের সংখ্যা বাড়ছে।
মঙ্গলবার রাত সোয়া ৭ টার দিকে পাটুরিয়ায় সবমিলিয়ে ৫০ টি যানবাহন ও দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী ২০০ টি যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
মঙ্গলবার রাতে পাটুরিয়ায় ফেরি পারা পার স্বাভাবিক হলেও দৌলতদিয়ায় যানবাহানের সংখ্যা বাড়ছে।
মঙ্গলবার রাত সোয়া ৭ টার দিকে পাটুরিয়ায় সবমিলিয়ে ৫০ টি যানবাহন ও দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী ২০০ টি যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
বিষয়টি নিশ্চিত
করেছেন দুই পারের দায়িত্তপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়।
করেছেন দুই পারের দায়িত্তপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়।
গত কয়েক সপ্তাহ
ধরে দেশের দক্ষিণ – পশ্চিম অঞ্চলের ২১টি জেলার অন্যতম প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়ায়
ফেরি সংখ্যা কম ও নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বাধা গ্রস্ত হচ্ছে।
ধরে দেশের দক্ষিণ – পশ্চিম অঞ্চলের ২১টি জেলার অন্যতম প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়ায়
ফেরি সংখ্যা কম ও নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বাধা গ্রস্ত হচ্ছে।
পাটুরিয়া ফেরি
ঘাটের সহকারী মহা ব্যাবস্থাপক (বাণিজ্য) মো: জিল্লুর রহমান জানান, মঙ্গলবার রাত সোয়া
৭ টার দিকে জানান, ২০ টি পণ্যবাহী ট্রাক ও ৩০
টি যাত্রীবাহী বাস ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
ঘাটের সহকারী মহা ব্যাবস্থাপক (বাণিজ্য) মো: জিল্লুর রহমান জানান, মঙ্গলবার রাত সোয়া
৭ টার দিকে জানান, ২০ টি পণ্যবাহী ট্রাক ও ৩০
টি যাত্রীবাহী বাস ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
অপরদিকে দৌলতদিয়া
ফেরি ঘাটের সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) মো: খুরশেদ আলম জানান, মঙ্গলবার রাত সোয়া
৭ টা পযন্ত ঢাকা গামী প্রায় আড়াই শতাধিক যানবাহন রয়েছে ফেরি পারা পারের অপেক্ষায়।
ফেরি ঘাটের সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) মো: খুরশেদ আলম জানান, মঙ্গলবার রাত সোয়া
৭ টা পযন্ত ঢাকা গামী প্রায় আড়াই শতাধিক যানবাহন রয়েছে ফেরি পারা পারের অপেক্ষায়।
এর মধ্যে ৭০টি
গরু বোঝাই ট্রাক, ৩০টি পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী বাস রয়েছে। তবে রাত বারার
সাথে এ ঢাকা গামী যানবাহনের সংখ্যা বাড়বে বলে জানান ঐ কর্মকর্তা।
গরু বোঝাই ট্রাক, ৩০টি পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী বাস রয়েছে। তবে রাত বারার
সাথে এ ঢাকা গামী যানবাহনের সংখ্যা বাড়বে বলে জানান ঐ কর্মকর্তা।
বর্তমানে এ নৌরুটে
১৬ টি ফের চলাচল করছে। ফেরি স্বল্পতা ও নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত
হচ্ছে। বিগত এক সপ্তাহ ধরে উভয় ঘাটে তীব্র স্রোতে থাকায় উভয় ঘাটে জানজট লেগেই্ ছিল।
তবে মঙ্গলবার সকাল থেকে পাটুরিয়ায় যান চলাচল স্বাভাবিক থাকলেও দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকা
গামী যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মত।
১৬ টি ফের চলাচল করছে। ফেরি স্বল্পতা ও নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত
হচ্ছে। বিগত এক সপ্তাহ ধরে উভয় ঘাটে তীব্র স্রোতে থাকায় উভয় ঘাটে জানজট লেগেই্ ছিল।
তবে মঙ্গলবার সকাল থেকে পাটুরিয়ায় যান চলাচল স্বাভাবিক থাকলেও দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকা
গামী যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মত।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/২৯ আগস্ট/ ২০১৭।