পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি ঘাটে যানবাহনের সংখ্যা কমছে

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:
দেশের দক্ষিণ – পশ্চিম অঞ্চলের ২১টি জেলার অন্যতম প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি
ঘাটে যানবাহনের সংখ্যা কমছে। মঙ্গলবার দুপর উভয় ঘাটে ৩ শতাধিক যানবাহন ফেরি পারা পারের
অপেক্ষায় আছে। তবে ফেরি সংখ্যা কম ও নদীদে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বাধা গ্রস্ত
হচ্ছে।
পাটুরিয়া ফেরি
ঘাটের সহকারী মহা ব্যাবস্থাপক (বাণিজ্য) মো: জিল্লুর রহমান জানান, মঙ্গলবার সকালে যানবাহনের
চাপ থাকলেও বেলা বারার সাথে যানবাহনের সংখ্যা কমে গেছে। দুপুর ৩ টার দিকে পাটুরিয়ায়
সব মিলিয়ে শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে।

অপরদিকে দৌলতদিয়া
ফেরি ঘাটের সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্রাহ জানান, ঈদের কুরবানির হাট
শুরু থেকেই দৌলতদিয়া যানবাহনের চাপ বাড়তে থাকে। কিন্তু মঙ্গলবার দুপুর ৩ টা পযন্ত পণ্যবাহী
ও গরু বোঝাই ট্রাক ১২০ টি এবং যাত্রীবাহি ৮০ টি বাস ফেরি পারা পারের অপেক্ষায় আছে।
বর্তমানে এ নৌরুটে
১৬ টি ফের চলাচল করছে। ফেরি স্বল্পতা ও নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত
হচ্ছে। বিগত এক সপ্তাহ ধরে উভয় ঘাটে তীব্র স্রোতে থাকায় উভয় ঘাটে জানজট লেগেই থাকত।
মঙ্গলবার  সকালের পর থেকে যানজট কমতে শুরু করে।
মানিকগঞ্জ২৪/হা.ফ/
২৯ আগস্ট/ ২০১৭।
আরো পড়ুুন