পাটুরিয়া- দৌলতদিয়ায় ৫ দিনে ৩৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ

শিবালয় প্রতিনিধি: ঘন কুয়াশার কারনে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পাটুরিয়া- দৌলতদিয়ায় ফেরি পারা পারে ব্যাপক বিপর্যয় ঘটেছে। সোমবারও ফেরি চলাচল ৭ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ১০ টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বিগত ৫ দিন ধরে প্রায় ৩৪ ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। এতে পণ্যবাহী ট্রাকসহ যানবাহন পারা পারে মারাত্বক বিপর্যয় পড়ে যায় কর্তপক্ষ।

পাটুরিয়া ফেরি ঘাটের সহাকারী মহা ব্যাবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, সারাদেশের মত ঘন কুয়াশার কারনে কয়েকদিন ধরে ফেরি চলাচলে ব্যাপক বিঘিœত হয়ে আসছিল। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) গতকাল সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টা পর্যন্ত প্রতিদিনই ৬  – ঘন্টা  থেকে  ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এই ৫ দিনে প্রায় ৩৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল । এই মৌসুমে যানবাহন পারা পারে আমাদেরও প্রতিদিনই হিমশিম খেতে হয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১১ জানুয়ারী) ভোর ৪ টা থেকে  সকাল ১০ টা ১০ মিনিট পর্যন্ত ৬ ঘন্টা, শুক্রবার (১২ জানুয়ারী)  ভোর পোনে ৪ টা থেকে  সকাল ১০ টা পর্যন্ত ৬ ঘন্টা, শনিবার (১৩ জানুয়ারী) রাত আড়াই টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ৮ ঘন্টা, রবিবার (১৪ জানুয়ারী) ভোর সাড়ে ৪ টা থেকে রবিবার সকাল ১১ টা পর্যন্ত সোয়া ৬ ঘন্টা, সোমবার (১৫ জানুয়ারী)  ভোর সাড়ে ৩ টা থেকে সকাল সোয়া ১০ টা পর্যন্ত ৭ ঘন্টা বন্ধ থাকে। এই ৫ দিনে প্রায় ৩৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারনে প্রদিনই উভয় ঘাটে তিব্র যানজটের সৃষ্টি হয়।

পাটুরিয়া ফেরি ঘাটের সহাকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলে ১৫ টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি ভাসমান মেরামত কারখানায় থাকায় ১৪ টি ফেরি চলাচল করছে। তীব্র শীতে কুয়াশার কারনে এমনিতেই ফেরি চলাচল বিঘিœত হয়ে আসছিল। এর মধ্যে বিগত ৫ দিনই ৬-৮ ঘন্টা সময় ধরে সাময়িক ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া- পাটুরিয়ায় কয়েক কিলোমিটার জুড়ে যানজট পড়ে যায়।

যানবাহন শ্রমিকরা জানান, এ নৌরুটে আমাদের ভোগান্তীতে পড়তে হয় সবচেয়ে বেশী। কারন যাত্রীরা যায় দুই একদিন। আমাদের আবডাউনে ১৫- ১৬ ঘন্টা পড়ে থাকতে হয় ফেরি ঘাট এলাকায়। এই শীতে খাবার ও টয়লেটে সমস্যা বেশী হচ্ছে। তাছাড়া পণ্যবাহী ট্রাক দিনের পর দিন টার্মিনালে থাকায় ব্যাবসায়ীদের সীমাহীন ক্ষতি হচ্ছে।

সোমবার ভোর সাড়ে ৩ টা থেকে সকাল সোয়া ১০ টা পর্যন্ত ৭ ঘন্টা বন্ধ থাকায় দুপুর পোনে ২ টা পর্যন্ত পাটুরিয়া- দৌলতদিয়ায় দিনভর ফেরি ঘাটে কয়েক শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

মানিকগঞ্জে পাঁচ গুণী সাংবাদিককে সম্মাননা প্রধান

আরো পড়ুুন