তোমার এখন বয়ঃসন্ধিকাল ……
অতিক্রম করবে আজ সমস্ত বাঁধা,
ভেঙ্গে দেবে আজ সব ভুলভ্রান্তি,
জয় করিবে বিশ্ব পরিক্রমা,
স্বীকৃতি দেবে পরিবর্তন,
মুছে দেবে কালের বিবর্তন,
ছিনিয়ে আনবে স্বর্ণখন্ডিত বিজয় মুকুট।
তুমি আজ বয়ঃসন্ধিকালে,
সামনে আসবে বহু পাহাড়াদার,
পারি দেবে সমস্ত বাঁধার পাহাড়,
এগিয়ে যাবে শেষ প্রান্তে,
ক্লান্তি ভুলে সেই দিন আনতে,
বন্ধি শৃঙ্খলতা মুক্ত করে,
উপহার দিয়ে সুন্দর পৃথিবীকে
আজ তোমরা হবে মহিয়ান।
মানিকগঞ্জ২৪/ কা.রা/
১৪ জানুয়ারী।
১৪ জানুয়ারী।
আরও পড়ুন: