এটি যশোর রোডের ভারতীয় অংশ


 এটি
যশোর রোডের ভারতীয় অংশ। ওরা পুরোন বৃক্ষ অক্ষত রেখেই এই রোডকে ৪লেন
করে নিয়েছে। আমরা চাইলে একই পদ্ধতিতে ৪লেন কেন একটি গাছ না কেটেও অনায়াসে
৬ লেন করে নিতে পারি। রাস্তার পাশে পর্যাপ্ত সরকারি সমতল জমিও আছে।

প্রশ্ন হচ্ছে আমরা তা করবো কিনা।
ভাবতেই অস্হির লাগে যশোরের তিন তিনজন এমপির উপস্থিতিতে যশোরের উন্নয়ন কমিটির সভায় ডিসি, রোডস্ এর কর্তারা কি
করে এমন সর্বনাশা সিদ্ধান্ত নেন!

এদের না আছে প্রকৃতিপ্রেম
না আছে পরিবেশ ভাবনা,না আছে বিকল্প
চিন্তার মগজ।

তবে সর্বগ্রাসি লোভটা আছে,ঐটা সবাই ঠিক ঠিক বোঝে। কোটি টাকার গাছ জলের দরে বিকালে কি হয় তাও
বুঝে।
লেখা ও ছবি
সাইফুদ্দিন আহম্মেদ নান্নুর ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/
সা.না/ ১৪ জানুয়ারী/
আরও পড়ুন:

লাইব্রেরিটা অজপাড়া গাঁ, কিংবা পদ্মা- যমুনার দুর্গম চরে না

আরো পড়ুুন