গভীর স্তব্ধতায় চারপাশ ডুবে আছে। শীতের রাত আসলে মৃত্যুর মত হিম। নইলে,রাতভর যে পোঁকারা থেমে থেমে ডাকে,কুকুর কিংবা রাতজাগা পাখি কেউ কোথাও নেই!
রাতে বাড়ি ফিরবার পথে কঙ্কালসার যে মানুষটিকে দোকানের খোলা বারান্দায় পলিথিন আর ছেঁড়া কাগজের বিছানায় খয়েরি রঙের পুরোন কম্বল মুুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখেছিলাম সে কী এখন ঘুমে!
এমন শীতে ঘুম কী তার ঠিকানা খুঁজে পায়? তাঁর পৃথিবীর রাতের রঙটা কেমন,কার অতটা সাহস আছে এমন প্রশ্ন তাঁরে করে।