সিংগাইরে মামলা দিয়ে সাংবাদিক সোহরাব কে হয়রানি

সিংগাইর প্রতিনিধি, ৪ জুন: এবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কর্মরত এক সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ সাংবাদিক সম্প্রতি বিভিন্ন সময় থানা পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতিবাচক ও বিভিন্ন দুর্নীতি নিয়ে একাধিক নিউজ করায় নাশকতা মামলায় আসামি করে নাজেহাল  করা হচ্ছে।  দৈনিক জনতা পত্রিকার  সিংগাইর প্রতিনিধি মোঃ সোহরাব হোসেনকে (৪৯) ২৪ মে থানায় একিট নাশকতার মামলার আসামী করা হয়েছে।

বিএনপি- জামাতের নেতা কর্মীদের সাথে কৌশলে সাংবাদিকদের নাম দিয়ে হয়রানি করায় গোটা সিংগাইরে সমালোচনার জড় উঠেছে। সিংগাইর প্রেসক্লাবসহ সকল সাংবাদিক সংগঠন পুলিশের এমন কাজে তিব্র নিন্ধা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে সাংবাদিক সোহরাব হোসেন কে মামলা থেকে নাম প্রত্যাহার না করলে কঠোর কর্মসুচির হুমকি দিয়েছেন।

সিংগাইর উপজেলায় কর্মরত সিনিয়র সংবাদকর্মীরা অভিযোগ করে বলেন, সাংবাদিক সোহরাব হোসেন, বিভিন্ন সময় থানা পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতিবাচক কর্মকান্ড এবং উপজেলা পরিষদের বিভিন্ন অনিয়ম -দুর্নীতির চিত্র তুলে ধরেন। মূলত এ কারনেই সোহরাব হোসেনের উপর ক্ষুব্ধ হন সংশ্লিষ্টরা।

পরে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে  গত ২৪ মে বিএনপি সমর্থিত পৌর মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়সহ ৩৬ জন সুনির্দিষ্ট ও ৫০-৬০ জন বিএনপি-জামাত শিবির নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করেন সিংগাইর থানা পুলিশ।

এ মামলায় সাংবাদিক মোঃ সোহরাব হোসেনকে ৩৩ নম্বর এজাহারভুক্ত  আসামি করে পুলিশ। এতে কৌশলে পিতার নামের স্থলে অজ্ঞাত রাখে। ২৮ মে হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও শহীদুল করিম সমন্বয়ে গঠিত বেঞ্চ সাংবাদিক মো. সোহরাব  হোসেনসহ অন্য আসামিদের ৬ সপ্তাহের জন্য অগ্রিম জামিন দেন।

সাংবাদিক সোহরাব হোসেন দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধিত্ব ছাড়াও সিংগাইর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না। শুধু মাত্র সংবাদ প্রকাশের জের ধরেই পুলিশও ক্ষমতাসীন দলের  কতিপয় নেতার নির্দেশে তাকে যড়যন্ত্রমূলকভাবে এ নাশকতা মামলায় ফাঁসানো হয়েছে বলে তার সহকর্মীরা অভিযোগ করেন।

এ ব্যাপারে সাংবাদিক সোহরাব হোসেন বলেন, সংবাদ প্রকাশের জের ধরেই আমাকে বিশেষ ক্ষমতা আইনে এ নাশকতা মামলায় ফাঁসানো হয়েছে। আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকার প্রমান কেউ দিতে পারবেন না ।

সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মোঃ কোহিনূর ইসলাম রাব্বি বলেন,  এভাবে মিথ্যা মামলা দিয়ে সংবাদকর্মীদের  থামানো যাবে না। শুধু সত্য প্রকাশ করায় আজ সোহরাব হোসেন কে মামলার আসামী করা হয়েছে। এ মামলা থেকে তার নাম প্রত্যাহার করা না হলে প্রেসক্লাবের পক্ষ থেকে আগামীতে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।

এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, মামলা হলেই ত আর ব্যবস্থা নেওয়া হবে না। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ২৪/ সিংগাইর/ হা.ফ/৪ জুন ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ায় শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ

আরো পড়ুুন