মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১৩

মানিকগঞ্জ প্রতিনিধি, ৫ জুন:

মানিকগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের দায়ে মানিকগঞ্জে একজনকে কারাদন্ড ও সিংগারইরে অন্য আরেকজনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন  সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এসময়  ৭০ গ্রাম গাঁজা, ১২৪ পিছ ইয়াবাও জব্দ করা হয়।  সোমবার বিকেলে মানিকগঞ্জ শহরের গড়পাড়া তেঘুরী কুদরসা মাজারের সামনে থেকে গাঁজা সেবন অবস্থায় রানা নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সিংগাইরে  একই অভিযোগে হানিফ নামের আরেক যুবককে আটকের পর ভ্রাম্যমান আদালতে ৩ মাসের  কারাদন্ড প্রদান করা হয়।মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান আরো বলেন, গ্রেফতার কৃত ১৩ মাদক ব্যবসায়ীদের আইনি পক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের জেল হাজতে বাকীদের আদালতে পাঠানোর পক্রিয়াধীন রয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ জুন২০১৮।
আরও পড়ুন:

সিংগাইরে মামলা দিয়ে সাংবাদিক সোহরাব কে হয়রানি

আরো পড়ুুন