সাটুরিয়া প্রতিনিধি, ৪ জুন: জেলার সাটুরিয়া উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ শিক্ষক, কেয়ারটেকার ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সাটুরিয়া উপজেলা হলরুমে সোমবার দুপুরে এই পুরস্কার বিতরণ করা হয়।
সাটুরিয়া ইফামার সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. দেলেয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দীকি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, সাটুরিয়া থানার এস, আই মো. রহিম, ইফামার মাষ্টার ট্রেইনার মাওলানা মো. আশরাফুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফামার সাটুরিয়া উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা মো. হাবিবুল্লাহ, সাধারন কেয়ারটেকার মাওলনা মো. মনির হোসেন, মাওলনা মো. রফিকুল ইসলাম, মাওলানা মো. নাছির হোসেন সহ আরও অনেকে।
পরে অতিথিরা শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। সভায় উপজেলার মসজিদ ভিত্তিক প্রাক প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা এবং বয়স্ক শিক্ষার ১১৬ জন শিক্ষকগণ অংশ গ্রহন করে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ৪ জুন ২০১৮।
আরও পড়ুন: