শিবালয় প্রতিনিধি, ৩০ সেপ্টেম্বর: জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় আবুল কালাম (৪০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
রোববার সকালে ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আবুল কালাম রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া গ্রামের শেখ মোহাম্মদ বেপারী পুত্র।
বিষয়টি বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা নিশ্চিত করে জানান, ট্রাক চাপায় কালাম ঘটনা স্থলেই নিহত হয়। মরদেহ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হসপিটালে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জনানান, রবিবার সকালে ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ তিনজন আহত হন। এরমধ্যে এক আরোহী মারা যান। অপর দু’জনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা আরো বলেন, ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলে ট্রাকটি জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে। নিহত কালামের স্ত্রী শাহাজদী বেগম বাদী হয়ে এ ঘটানয় একটি মামলা দায়ের করেছেন।
মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ৩০ সেপ্টেম্বর ২০১৮।
আরও পড়ুন: