মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর: মানিকগঞ্জে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মানিকগঞ্জ জেলা পুলিশ এই র্যালি ও মানববন্ধনের আয়োজন করে।
র্যালিটি পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে শেষ হয়।
পরে সেখানে মটরযান চালানোর নিয়ম ও জনগনকে রাস্তা পারা পারের সচেতনতামূলক মানববন্ধন করেন।
এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার আল আমিন হোসেন, রেফাতুল ইসলাম, মহিউদ্দীন আহামেদ, টি আই মো. আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ সেপ্টেম্বর ২০১৮।
আরও পড়ুন: