সিংগাইরে অজ্ঞাত নারীর পুড়ানো মরদেহ উদ্ধার

সিংগাইর প্রতিনিধি,
৩ আগষ্ট:
জেলার
সিংগাইর উপজেলার বায়রা বাজারের সরুপপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর
পুড়ানো মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। অজ্ঞাত ওই নারীর আনুমানিক
বয়স ২৫ বছর।
শুক্রবার
সকালে  নারীর
মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত
করেছেন  মানিকগঞ্জ ডিষ্ট্রিক্ট ইন্টিলিজেন্স
অফিসার (ডি আই ওয়ান)
আশরাফুল আলম। 
সিংগাইর থানা
পুলিশ জানান
, স্থানীয়দের
দেওয়া খবরের ভিত্তিতে ওই নারীর মরদেহ
উদ্ধার
করে
 থানায
নিয়ে আশা হয়। ধারণা করা
হচ্ছে,
হত্যার পর ওই নারীকে
পুড়িয়ে ফেলার চেষ্টা করে দূর্বত্তরা। নারীর দেহের অধিকাংশই আগুনে পুড়ানো হয়েছে। পুড়িয়ে ফেলা ওই নারী মানিকগঞ্জ
জেলার বাইরের কেউ হবে। 
মানিকগঞ্জ
ডিষ্ট্রিক্ট ইন্টিলিজেন্স অফিসার (ডি আই ওয়ান)
আশরাফুল আলম, বিষয়টি আমরা অধিক গুরুত্ব দিয়ে
বিস্তারিত জানার চেষ্টা করছি।
মানিকগঞ্জ২৪/
সিংগাইর/ ৩ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ায় ফুটবল বিতরণ

আরো পড়ুুন