সাটুরিয়ায় ফুটবল বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ৩০ জুলাই:সাটুরিয়ার বলিয়াটী ইউনিয়ন পরিষদে সোমবার সকাল ১১ টার দিকে ফুটবল বিতরণ করা হয়েছে।  পরিষদের ১% অর্থায়নে ৮ শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাবে এই বল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকী প্রধান অতিথি থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মো. হানিফ আলী, বালিয়াটী ঈশ^র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, বালিয়াটী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ওবাইদুর রহমান প্রমুখ।

পরে বালিয়াটী ইউনিয়নের ১ টি উচ্চ বিদ্যালয়, ১ টি দাখিল মাদ্রাসা ৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন ক্লাবে ৬০ টি বল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকী বলেন, ফুটবল খেলা কে গ্রামীণ পর্যায়ে উৎসাহ দেবার জন্য এ ফুটবল বিতরণ প্রসংসার দাবীদার। আর আপনারা যারা বল পেলেন তারাও নিয়মিত প্রেকটিস চালিয়ে যাবেন।

বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রহুল আমিন বলেন সমাজ থেকে মাদক দূর করতে হলে খেলাধূলার বিকপল্প নেই। তাই এই ফুটবল বিতরণ আমার তারই ক্ষুদ্র প্রয়াস।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ৩০ জুলাই ২০১৮।
আরও পড়ুন:

শিবালয়ে ৩ প্রতিষ্ঠান কে জরিমানা

আরো পড়ুুন