সিংগাইরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিংগাইর প্রতিনিধিঃ  জেলার  সিংগাইরে  একই পরিবারের ২ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে  মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঐ গ্রামের জানু দেওয়ানের মেয়ে উম্মেজিয়াদ (৭) ও  তার ভাই আকবর দেওয়ানের মেয়ে আর্দিয়ারা (৬)।

 পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দেড়টার দিকে নিহত ওই শিশুদ্বয়সহ কয়েকজন সমবয়সী সঙ্গী মিলে বাড়ির পূর্ব পাশে প্রতিবেশী সায়েদ মাস্টারের পুকুরে প্রতিদিনের মত গোসল করতে যায়। এ সময় আর্দিয়ারা পানিতে ডুবে গেলে উম্মেজিয়াদ তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়।

পরে সঙ্গীরা উম্মেজিয়াদ ও আর্দিয়ারাকে পানিতে ডুবে যেতে দেখে তাদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন শিশুদ্বয়কে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ২৪/ সিংগাইর/ হা. ফ/ ২৬ এপ্রিল ২০১৮।

আরো পড়ুুন