সাটুরিয়ায় স্ত্রী বাড়ীতে না আসায় স্বামীর বিষপানে আত্মহত্যা

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ এপ্রিল, জেলার সাটুরিয়া উপজেলার  চামুটিয়া গ্রমে স্ত্রী শশুর বাড়ী থেকে নিজ বাড়ীতে না আসায় রুস্তম আলী নামে (৩৬) এক স্বামী বিষপানে আত্মহত্যা করেছে। সে পূর্বচামুটিয়া গ্রামের বুদ্ধুমিয়ার ছেলে। এ ঘনটায় স্ত্রীকে থানায় জিঙ্গাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান নিশ্চিত করেছেন।

সাটুরিয়া ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, পূর্বচামুটিয়ার রুস্তম আলী ও মিম আক্তারের প্রায় ১১ বছরের সংসারে ৯ বছরের একটি সন্তান রয়েছে। তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক দন্ধ চলে আসছিল। প্রায় সময় মিম তার বাবার বাড়ী চলে যেত।

রুস্তমের স্ত্রী প্রায় ৪ মাস ধরে বাবার বাড়ী অবস্থান করছিল। এর মধ্যে গত শনিবার স্ত্রী কে আনতে গিয়ে ব্যার্থ হয়ে বাড়ী ফিরে আসে। হতাশায় সে রোববার ভোরে নিজ ঘরে ভিতর বিষপান করে। পরে রুস্তম আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে  সে মারা যায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রুস্তমের স্ত্রী না আসায় সে হতাশায় ভুগছিল। এর জের ধরেই সে আত্মহত্যা করে। তবে তার স্ত্রী কে থানায় এনে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ সাটরিয়া/ হা.ফ/ ২৯ এপ্রিল ২০১৮।
আরও পড়ুন:

আজ সাটুরিয়া ট্রাজেডির ২৯ বছর” টর্নেডোতে নিহত হয়েছিলেন ১৩ শ মানুষ

আরো পড়ুুন