বৈরী আবহাওয়ার কারনে পাটুরিয়া দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

শিবালয় প্রতিনিধি, ৩০ এপ্রিল: বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া – দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল  সাময়িকভাবে বন্ধ রখেেেছ র্কতৃপক্ষ ।

সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারি মহা ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, নদী এলাকায় ঝড়ো বাতাসরে কারণে নৌরুটে র্দুঘটনা এড়াতে সাময়কিভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  নদী শান্ত হলে পূনরায় আবার ফেরি চলাচল শুরু হবে।

অপরদিকে ফেরি চলাচল ১ ঘন্টা বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরি ঘাটে যানবাহনের সারি লম্বা হচ্ছে।

মানিকগঞ্জ২৪/ শিবালয়/ ৩০ এপ্রিল ২০১৮।
 আরও পড়ুন:

রানা প্লাজায় মানিকগঞ্জের নিহত ৬০ শ্রমিকের পরিবার ভাল নেই

আরো পড়ুুন