সাটুরিয়া প্রতিনিধি: জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী গ্রামের প্রবীণ হাফেজ মো. শাহাবুদ্দিন (১০৫) সোমবার ভোর রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাফেজ শাহাবুদ্দিন রোববার রাতে অসুস্থ্য হয়ে পড়লে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে সেখান কার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাফেজ শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। তিনি ইসলামাবাদ নান্দেশরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। তাছাড়া তিনি সাটুরিয়া ও ধামরাই উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমামতি করেছেন। উল্লেখ্য তিনি বালিয়াটীর বিভিন্ন মসজিদে প্রতিষ্ঠাতা ইমাতির দায়িত্বও পালন করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি মৃত্যুকালে স্ত্রী, ৬ পুত্র, ৪ কন্যাসহ অংখ্য গুনাগ্রাহি রেখেগেছেন। সাটুরিয়া উপজেলার প্রবিণ হাফেজ মো. শাহাবুদ্দিন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, তার ছাত্র ইসলামাবাদ নান্দেশরী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুস সালাম, বালিয়াটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. লিয়াকত আলীসহ আরও অনেকে।
তার জানাযা বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার বিকাল ৪ টার দিকে অনুষ্ঠিত হয়। তার জানাযায় সাটুরিয়া, ধামরাই, নাগরপুর, মির্জাপুর উপজেলার শত শত মানুষ অংশ নেন। পরে তার নিজ বাড়ীতে দাফন করা হয়।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা/ফ/ ৫ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: