ঘিওরে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

ঘিওর
প্রতিনিধি: জেলার ঘিওর
উপজেলার সিংজুরী ইউনিয়নের ১০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
১ হাজার

শিক্ষার্থীদের
মাঝে
টিফিন
বক্স
বিতরণ
করা
হয়েছে
রবিবার
দুপুরে
সিংজুরী
সরকারী
প্রাথমিক
বিদ্যালয়ে
ইউনিয়ন
পরিষদের
উদ্যোগে
 
টিফিন বক্স বিতরণ করা হয়।

উপলক্ষে বক্তব্য রাখেন সিংজুরী
ইউপি সদস্য হাসমত আরা হাসি,ইউপি
সদস্য
এস,এম মোতালেব,ইউপি সচিব দেলোয়ার হোসেন, শিক্ষক
মানিক
সরকার,
সহকারী
শিক্ষক
 
সুবল চন্দ্র সরকার, আবুল হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ
এসময়
উপস্থীত
ছিলেন
 
মানিকগঞ্জ২৪/
ঘিওর/ ৪ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

হাসান ফয়জী জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত

আরো পড়ুুন