সাটুরিয়া প্রতিনিধি, ২৫ এপ্রিল: জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় উগ্র সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও প্রদর্শণ করা হয়েছে।
বুধবার মাদ্রাসা মিলনায়তনে এই কর্মসূচীর আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা পাসা। সম্পীতি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেয় ওই মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী।
ভিডিও প্রদর্শণের ফাঁকে ফাঁকে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেল শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। পাসা এনজিও’র নির্বাহী পরিচালক ফরিদ খানের পরিচালনায় এই ক্যাম্পেইনে আরো বক্তব্য রাখেন ওই মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা আব্দুল করিম ও প্রকল্প ব্যবস্থাপক মফিজুল ইসলাম।
বক্তারা বলেন, কোন ধর্মেই উগ্রবাদ বাং সহিংসতাকে সমর্থন করে না। একশ্রেণীর সুবিধাবাদী লোক তাদের ভিন্ন স্বার্থ হাসিল করার জন্য কিশোর ও যুবকদের ব্যবহার করছে। কেউ যাতে কিশোর ও যুবকদের বিভ্রান্ত করতে না পারে সেদিকে পিতা-মাতা, আত্বীয়-স্বজনসহ সমাজের সকলকেই খেয়াল রাখতে হবে।
পরে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকলকে সনদ দেয়া হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ এপ্রিল ২০১৯।
আরও পড়ুন: