সিংগাইর প্রতিনিধি, ২৫ এপ্রিল: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল বাজারে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারি এবং পবিত্র কোরআন শরীফ ও নবী করিম (সাঃ) কে নিয়ে খারাপ মন্তব্যকারি সিফাত উল্লাহর ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ঘন্টা ব্যাপি স্থানীয় আল-হোসাইনী পাক দরবার শরীফের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সর্বস্থরের ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি ও উপজেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পীর মো. হায়দার আলী আল চিশতী, ঘিওর সরকারি কলেজের সাবেক প্রফেসর জাহাঙ্গীর আলম, বাংলাদেশ তরিকত অনুসারি ফেডারেশনের মহাসচিব শাহ আলম মোহাম্মদ আঃ রউফ বিশ্বাস, মাওলানা মুফতী মানসুরুল হক হেলালী, হাফেজ আবু হানিফ, সায়েস্তা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি আবু সায়েম, জাকের পার্টির সভাপতি আঃ কাদের মোল্লাহ ও কানাইনগর জয়বাংলা ক্লাবের সভাপতি ওমর ফারুক প্রমূখ।
বক্তরা দ্রুত সময়ে জড়িতদের বিচার সম্পন্ন করে ফাঁসির দাবি জানান।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ এপ্রিল ২০১৯।
আরও পড়ুন: