মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি দায়ে ৩ জনকে অর্থদন্ড, কারাদন্ড ও মাহেন্দ্র ট্রঠক্টরের পিছনের অংশ বাজেয়াপ্ত করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম শনিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে কাযালয়ে ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।
এর আগে শনিবার বিকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ফোর্স নিয়ে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেতুলিয়ায়
গ্রামের ধলেশ্বরী নদী থেকে অবৈদ বালু উত্তোলন করার সময় তাদের আটক কের নিজ কার্যালয়ে নিয়ে আসেন।
অবৈধভাবে বালু বিক্রির কাজে সহায়তা করার জন্য সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেতুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র উজ্জল হোসেন (৩০) দুই মাসের কারাদন্ড দেন। অবৈধ বালু বহনের দায়ে পাকুটিয়া গ্রামের ট্রাক মালিক সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয় সেই সাথে একটি মাহেন্দ্র ট্রাকের পিছনের অংশকে জব্দ করা হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, মার্চ মাস থেকে বালু ও মাটি বহনকারী কোন অবৈধ মাহেন্দ্র ট্রাক্টর সড়কে চলতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে সহায়তা করেন সাটুরিয়া থানার এস,আই রফিকুল ইসলাম রাফি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ ফেব্রুয়ারি ২০২০।