জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের ভাঙ্গাবাড়ী গ্রামে চা পান করে ৯ জন অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২ টার দিকে অসুস্থ্যদের সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি বালিয়াটী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধায় ছিল ভাঙ্গাবাড়ী ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল। একই গ্রামের মোন্নাফ আলী, মাহফিলকে কেন্দ্র করে অস্থায়ী চায়ের দোকান দেন। মোন্নাফ মিয়ার চায়ের দোকানে শুক্রবার রাতে চা পান করে ৯জন মাথা ঘুরিয়ে অসুস্থ্য হয়ে পড়েন।
পরে চায়ের দোকানীসহ ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাটুরিয়া হাসপাতলের স্থাস্থ্য কর্মকর্তা ডা, মামুনুর রশিদ বলেন, আমার হাসপাতালে ৮ জন ভর্তি আছে তারা সবাই আশংকা মুক্ত। বাকী একজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অসুস্থ্যরা সবাই সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়ন ও পার্শবর্তী ধামারাই উপজেলার বিভিন্ন গ্রামের।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ শে ফেব্রুয়ারি ২০২০।