সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী

সাটুরিয়া প্রতিনিধি, ২০ মার্চ: মানিকগঞ্জের সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার বিলপৌলী গ্রামের মুক্তিযোদ্ধা মো. মীর উদ্দিন আল চিশ্তী এর নিজ বাস ভবনে ওই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ঢাকা, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার সুলতান কোম্পানীর মুক্তিযোদ্ধারা অংশ গ্রহণ করে।

সাটুরিয়ার দড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মকবুল আহমেদ খান, মুক্তিযোদ্ধা মো. আওলাদ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্নাহসহ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ।

সুলতান কোম্পানীর প্লাটুন কমান্ডার মুক্তিযোদ্ধা মো. মীর উদ্দিন আল চিশতীর উদ্যোগে  পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মার্চ ২০১৯।
আরও পড়ুন:

মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মানিকগঞ্জে এক লক্ষ টাকা জরিমানা

আরো পড়ুুন