সাটুরিয়া প্রতিনিধি, ২০ মার্চ: সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে মো: জাহাঙ্গীর আলম (সমকাল) ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মো: সোহেল রানা খান (ইনকিলাব)।
বুধবার সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি মো: জাহাঙ্গীর আলম (সমকাল), যুগ্ন সম্পাদক হাসান ফয়জী (বাংলা টিভি ও দেশ রুপান্তর ), ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম শিরু (চ্যানেল এস), প্রচার সম্পাদক আল মামুন (স্বাধীন বাংলা) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচনে সহসভাপতি, সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে ভোট হয়।
নির্বাচনে সহসভাপতি পদে মো: নজরুল ইসলাম ( ইত্তেফাক), সাধারন সম্পাদক পদে মো: সোহেল রানা খান (ইনকিলাব), কোষাধ্যক্ষ পদে মো: মইনুল ইসলাম (আমাদের সময়) দপ্তর সম্পাদক পদে মো: মাসুদ খান জুম্মা নির্বাচিত হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে ১ টা পর্যন্ত বিরামহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ২৭ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের ভোট প্রদান করেন।
পরে সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মানিকগঞ্জ প্রেসক্লাব এর সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব ফলাফল প্রকাশ করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার আশরাফুল আলম লিটন ও মো. আজিজুল হাকিম ছাড়াও দৈনিক প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মার্চ ২০১৯।
আরও পড়ুন: