ঘিওরে সড়ক দুর্ঘটনায় পিতা- পুত্র নিহত

ঘিওর প্রতিনিধি, ২১ মার্চ: ঢাকা আরিরা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিরয়া নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পিতা- পুত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন ফরিদপুর উপজেলার মধুখালি উপজেলার বাসিন্দা মোটরসাইকেল চালক ওবায়দুল হক (৩৫) ও পুত্র আব্দুল্লাহ (৪)।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াামিন-উদ দৌলা বলেন, মোটরসাইকেলযোগে ওবায়দুল হক তার ছেলেকে নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন।  পথিমধ্যে মহাসড়কের পুখুরিয়া এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়।  এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এমন সংবাদ শুনে ফোর্স পাঠিয়ে নিহতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ মার্চ ২০১৯।

আরও পড়ুন:

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর সাধারন সম্পাদক সোহেল

আরো পড়ুুন