মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ মার্চ: মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা জরিমানা করেছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মানিকগঞ্জ সদর উপজেলার আনিসা মেডিসিন কর্ণারকে ১৫ হাজার, শেফালী মেডিসিন কর্ণারকে ২০ হাজার, মাহী মেডিকেল হলকে ১৫ হাজার এবং সীতানাথ মেডিকেল হলকে ৫০ হাজার টাকা সহ ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের আসাদুজ্জামান রুমেল। তাকে সহযোগীতা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এ বি এম সামছুন্নবী তুলিপ, জেলা স্যানেটারী ইন্সপেক্টর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ মার্চ ২০১৯।