সাটুরিয়া প্রতিনিধি: ১১ মার্চ:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সনের এস, এস, সি পরীক্ষার্থী তন্ময় খান (১৭) ৮ দিন ধরে নিখোঁজ। এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন।
নিখোঁজ তন্ময় সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের হাজিপুর গ্রামের কাঞ্চন খান এর পুত্র।
নিখোঁজ তন্ময়ের ভাই জুম্মন খান বলেন, তার ভাই ৩ মার্চ শনিবার আনুমানিক আড়াইটার দিকে নিজ বাড়ী থেকে ধামরাই উপজেলার বারবারিয়া গ্রামে নানার বাড়ীতে বেড়াতে যান। এর পর থেকে তাকে আর খুজেঁ পাওয়া যাচ্ছে না।
তন্ময়ের বাবা কাঞ্চন খান বলেন, মঙ্গলবার দুপুরে ওর মামার বাড়ী তে খোজ নিয়ে দেখি ও সেখানে যায় নি। পরে সকল আত্বিয় বাড়ী খোজ নিয়ে কোথায়ও পাওয়া যাচ্ছে না। পরে বৃহস্পতিবার (৯ মার্চ) সাটুরিয়া থানায় আমি বাদী হয়ে একটি সাধারণ ডায়রি করা হয়েছে। ডায়রি নং ৩৫৮/ তারিখ ০৯-০৩-২০১৮।
এদিকে শনিবার রাতে তন্ময়ের পড়ার টেবিলে একটি হাতে লেখা চিঠি পাওয়া গেছে। সেখানে তন্ময় নিজের হাতে লিখেন আমাকে খুজেন না, আমার যেদিন সময় সময় হবে আসব। শুধু শুধু টাকা খরচ করে টাকা নষ্ট কইরেন না। বিশ্বাস করেন আমার কিছুই হবে না। আমি যেখানে থাকব ভাল থাকব।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, আমরা ইতিমধ্যে তন্ময়ের নিখোঁজের মেসেজ সকল থানায় পাঠিয়ে দিয়েছি। আর প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রেম ঘটিত বা নিষিদ্ব কোন সংগঠনের সাথে তার সম্পৃক্ত থাকতে পারে। তবে ওর মোবাইল ট্রেকিং করে কাজ করে যাচ্ছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তন্ময় কে উদ্ধার করার জন্য।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১১ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: