সাটুরিয়া প্রতিনিধি ॥ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বিনোদনের জন্যে খেলাধুলার কোন বিকল্প নেই। সরকার এখন প্রতিটি জেলায় নতুন নতুন স্টেডিয়াম বানাচ্ছে। প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম বানাচ্ছে। দেশে এখন আন্তর্জাাতিক মানের খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ সর্বক্ষেত্রে দেশ এখন এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এই সরকারকে আবারো ক্ষমতায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা জি. কে স্পোটিং ক্লাবের আয়োজনে জাহিদ মালেক স্বপন ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত সরকারের আমলে দেশে কোন উন্নয়ন হয়নি। তারা শুধু ভোট নিয়ে গেছে। তারা কোন উন্নয়ন করেনি। আমাদের সরকার দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে। সামাজিক উন্নয়নের পাশাপাশি সরকার মানসিক উন্নয়নের জন্যে বিনোদনের দিকেও বেশ গুরুত্ত দিয়েছে।
ধানকোড়া ইউনিয়নের কৈট্টা জি. কে স্পোটিং ক্লাবের সভাপতি মো. বদর উদ্দিন বিশ^াসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, জেলা সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, জেলা আওয়ামীলীগের সদস্য মো. শামছুল হক, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকীসহ আরও অনেকে।
জাহিদ মালেক স্বপন ফুটবল টুর্ণামেন্টে মানিকগঞ্জ খোকন একাডেমিকে ১ গোলে হারিয়ে পাবনা আছাদুল ফুটবল একাদশ জয় লাভ করেন।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ ১০ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:অগ্রণী ব্যাংক মানিকগঞ্জ অঞ্চলের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত