সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটী ইউনিয়নের মুন্সিচড় পশ্চিমপাড়া আতিয়ানূর শাহি জামে মসজিদের উদ্যোগে শুক্রবার রাতে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন গুলশান কর্মাস কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুল রাজ্জাক খান (রানা), বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক হোসেন, সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম, মসজিদের সভাপতি আব্দুর রহমান (মরণ) ব্যাপারী।
ওয়াজ ফরমান ধামরাইয়ের তরুণ বক্তা মাওলানা মো. জহিরুল ইসলাম শাহনূরী এবং মাওলানা মো. আব্দুল কাদের।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১০ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: