জেলার সাটুরিয়ার উপজেলার কইট্টা এলাকা থেকে ৫৩ পুঁড়িয়া হেরোইন ও ৭ পিস ইয়াবাসহ মোঃ গোলাপ হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরো এক বাবসায়ী পালিয়ে।
বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী গোলাপ হোসেন সাটুরিয়া উপজেলার গোলড়া পূর্বপাড়া এলাকার মৃত. সৈইমুদ্দিনের পুত্র।
সাটুরিয়া থানার এসআই মোঃ আব্দুল করিম বলেন গতকাল রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কইট্টা নয়াপাড়া তাঁরামিয়ার কাঠ বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গোলাপকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্তিতি টেরপেয়ে আরো ১ জন মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়।
এসময় গোলাপের শরীরে তল্লাশী করে ৫৩ পুঁড়িয়া হেরোইন ও ৭পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আমিনুর রহমান বলেন, এ ঘটনায় ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আর গোলাপ কে রবিবার দুপুরে মানিকগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে ।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১০ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: